কুমিল্লার লালমাই উপজেলায় ছাদ থেকে পড়ে সোহেল রানা (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত সোহেল লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়ন ইছাপুরা গ্রামের আব্দুল করিমের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে নিজগ্রামে সিঙ্গাপুর প্রবাসী ওমর ফারুকের বসতবাড়ির কাজ করছিলেন। এ সময় উপর থেকে পড়ে গলায় রড ঢুকল গুরুতর আহত হয় সোহেল।
পরে তাকে উদ্ধার করে লাকসাম জেনারেল হাসপাতাল চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই দিকে এই ঘটনাকে দামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগ করেছেন দৈনিক যুগান্তরের লালমাই উপজেলা প্রতিনিধি আবুল কালাম, তিনি বলেন স্থানিয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার নিউজ না করার জন্য আমাকে টাকা দিতে চেয়েছেন।
আরো পড়ুনঃ