-আজকের লালমাই ডেস্কঃ-
লালমাই’তে বিএনপির রাজনীতিতে গ্রুপিং, দল,উপদল,অন্তর কোন্দল থাকলেও মাঠের রাজনীতিতে সংক্রিয় হয়ে উঠেছে বিএনপি,বিএনপির সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে একটি গ্রুপ,বিএনপি নেতা মাহবুব চৌধুরীর নেতৃত্বে একটি গ্রুপ এবং বিএনপির কেন্দ্রিয় নেতা মোবাশ্বের আলমের নেতৃত্বে অপর একটি গ্রুপ সক্রিয় ভাবে কার্যক্রম চালাচ্ছে।
অপর দিকে বিএনপির এমন সাংগঠনিক তৎপরতা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে আ’লীগ ও ছাত্রলীগের নেতারা।
বিশেষ করে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গত ২৪ এপ্রিল বিকালে ঢাকা মহানগর উত্তর যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা, লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের গজারিয়া গ্রামের ইমরান মজুমদার এর নেতৃত্বে লালমাই উপজেলার দক্ষিণাঞ্চলে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মহসিন মজুমদারসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করে এর পরেই বিএনপির রাজনীতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
অন্যদিকে গত শুক্রবার ২৮ এপ্রিল কুমিল্লা -১০ সংসদীয় আসন”বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ( ভুঁইয়া ) লালমাই উপজেলা’র বাকই উত্তর ইউনিয়ন নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়াও এর আগে উপজেলার নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনময় করেন খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী,বিএনপি নেতা মোবাশ্বের আলম,একই দিনে আ’লীগের চেয়ারম্যান এমরান কবিরের বাড়িতে তার সর্বজন শ্রদ্ধেয় ভাষা সৈনিক পিতাকে তাজুল ইসলাম শিকারপুরীকে দেখতে যান বিএনপির সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া।
অপরদিকে গত ২০ এপ্রিল লালমাই উপজেলার গ্রীন ভ্যালি রেস্টুরেন্টে যুবদলের ইফতার মাহফিলে ব্যানার টানানোকে কেন্দ্র করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব চৌধুরী ও নাঙ্গলকোটের মোবাশ্বর আলম সমর্থিতদের মধ্যে হাতাহাতি হয়,পরে মাহবুব আলম চৌধুরী সমর্থিতরা ইফতার মাহফিল বর্জন করেছেন।
এছাড়াও গত রমজানে উপজেলায় বিশেষ করে দক্ষিনাঞ্চলে প্রকাশ্যই ইফতার মাহফিল সহ সাংগঠনিক কার্যক্রম নিয়ে মাঠে সক্রিয় ছিল বিএনপি।
জাতীয় নির্বাচনের আগে বিএনপির এমন সাংগঠনিক তৎপরতা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে আ’লীগ ও ছাত্রলীগের নেতারা।