-কুমিল্লা জেলার লালমায়ে মাদক সহ দুই নারীকে গ্রেপ্তার করেছে লালমাই থানা পুলিশ, ১০ মে (বুধবার) বিকালে লালমাই থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পেরুল উত্তর ইউনিয়নের শানিচোঁ ( কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক) থেকে ৫ কেজি গাঁজাসহ দুজন নারীকে আটক করেন।
আটককৃতরা হলেন, রাজশাহী জেলার চারঘাট থানার নন্দনগাছি হাবিবপুর গ্রামের হাবিবের মেয়ে রুবিনা বেগম (৩৬) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার দরগারপার গ্রামের আবদুল জলিলের ছেলে জলীয়@ জুলী বেগম (২৪)।
এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে লালমাই থানায় মাদক আইনে মামলা রুজু করেছেন।