– আজকের লালমাই ডেস্কঃ-
“মাদক জুয়ামুক্ত গ্রাম গড়ি_ সবাই মিলে শপথ করি” এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছে প্রেমনল এলাকাবাসী।
১৮ জুলাই মঙ্গলবার প্রেমনল বিছানাখোলা মাদক ও অন্যায় প্রতিরোধ কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবনন্ধনে বক্তারা বলেন,
এলাকায় যারা মাদক,জুয়া-ইয়াবা, হিরোইনসহ যেকোনো নেশাদ্রব্যর সাথে জড়িত তাদেরকে সতর্ক করা হলো,যারাই এই ধরনের অন্যায় ও খারাপ পথে নিয়োজিত আছে তাদের সবাইকে সাভাবিক জীবনে ফিরে আসার আহব্বান করেন।
অন্যথায় যারা এমন খারাপ কাজের সাথে জড়িত থাকবে এবং যুবকদের খারাপ পথে নিয়ে যাবে তাদের লিষ্ট তৈরী করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলঘর দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম,এছাড়াও উপস্থিত ছিলেন প্রেমনল সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি জনাব নাছির উদ্দীন নসু সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরো পড়ুনঃ