-খোরশেদ আলম সংগ্রাম (আজকের লালমাই ডেস্ক)
-১৭মে শনিবার — বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের উদ্যোগে লালমাই উপজেলার পেরুল উত্তর ও দক্ষিণ ইউনিয়নের রিকশাচালক, নির্মাণশ্রমিক, দোকান কর্মচারী ও কৃষি শ্রমিকদের অংশগ্রহণে একটি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শ্রমিকদের সচেতনতা ও অধিকার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন পেরুল উত্তর ইউনিয়নের সভাপতি নুরুদ্দীন মেম্বার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন লালমাই উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উপদেষ্টা ড. সৈয়দ সারওয়ার উদ্দিন সিদ্দিকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুন নূর,মাওলানা মহি উদ্দিন সভাপতি লালমাই উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ,পেরুল দক্ষিণ ইউনিয়ন সভাপতি জনাব হারুনুর রশিদ।
বক্তারা বলেন, “শ্রমিক হলেন আল্লাহর বন্ধু। আল্লাহ তাঁদের সম্মানিত করেছেন। তাই একজন শ্রমিকের উচিত সবসময় আল্লাহকে স্মরণ করা এবং ইবাদতে মনোনিবেশ করা।” তাঁরা আরও বলেন, “শ্রমিক ও মালিকদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণে শ্রমিককল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানটি শ্রমিকদের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষাবোধ জাগ্রত করতে বিশেষ ভূমিকা রাখে বলে আয়োজকরা জানান।
আরো পড়ুনঃ