আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করিনা-মাওলানা ইয়াছিন আরাফাত

-বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা ১০ নির্বাচনী আসনের (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) জামায়াত মনোনীত প্রার্থী জননেতা মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত বলেন- আমরা আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করিনা। বিগত ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রের সর্বোচ্ছ শক্তি ব্যবহার করে আওয়ামী লীগ হামলা,মামলা, গুম, খুনের মাধ্যমে জামায়াতে ইসলামীকে নিশ্চিন্ন করতে চেয়েছিল কিন্তু সময়ের ব্যবধানে তারাই আজ হারিয়ে গেছে। এখনো অনেকে আমাদেরকে চোখ রাঙ্গিয়ে কথা বলে, বিভিন্নভাবে হুমকি ধমকি দিতে চায়, তাদের বলে দিতে চাই আমরা আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করিনা।

আজ ১৪ জুন বিকালে লালমাই উপজেলার যুক্তিখোলা ফাজিল মাদ্রাসা মাঠে বেলঘর দক্ষিণ ইউনিয়ন সম্মেলনে প্রধান বক্তা হিসেবে জনাব আরাফাত সাহেব আরো বলেন, এদেশে মানুষ ৫৪ বছর ধরে প্রতারিত হয়েছে। যারাই এদেশে শাসন করেছে তারা মানুষের ভাগ্যের উন্নয়নের নামে নিজেদের ভাগ্যের উন্নতি করেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সন্ত্রাস, চাঁদাবাজি, দূর্নীতি বন্ধ করে এদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা হবে।

ইউনিয়ন আমীর ডা: রিয়াজুল করিম খোকনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, কুমিল্লা দক্ষিন জেলা আমীর জনাব এডভোকেট মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সম্পাদক, পেরুল দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার মজুমদার কামাল, লালমাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুন নূর, উপজেলা সেক্রেটারি ইমাম হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা মফিজুর রহমান, উপজেলা অফিস সম্পাদক মাও: মিছবাহুল ইসলাম।

মাওলানা তাজুল ইসলাম ও আবু জাফরের সঞ্ছালনায় সম্মেলন উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়ত নেতা কবি ফারুক আহমেদ, মাও: কবির হোসেন, নাজমুল হক মুজিব, জামাল হোসেন প্রমুখ।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১