বাগমারায় ফার্মেসিতে বিক্রি হচ্ছে সরকারি ঔষধ,ইউএনও’র অভিযান।

লালমাইয়ে মোবাইল কোর্টে সরকারি ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা।

লালমাই উপজেলায় সরকারি ওষুধ অননুমোদিতভাবে বিক্রি ও মজুদের অপরাধে এক ওষুধ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে লালমাই উপজেলার বাগমারা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খিসা।

এ সময় মো. নুরুল ইসলাম (৩৯) নামের এক ওষুধ ব্যবসায়ীকে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করেন লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট রিয়াজুল ইসলাম, লালমাই আর্মি ক্যাম্প ও লালমাই থানা পুলিশ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১