শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ!

দুই ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের টাইগাররা। লিটন সৌম্যের চওড়া ব্যাটের উপর ভর করেই রানের পাহাড় গড়েছিল মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ। প্রথম ম্যাচের পর জিম্বাবুয়ের বিপক্ষে আজ বুধবার (১১ মার্চ) সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মিরপুরে মাঠে নামবে টিম টাইগাররা। ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ৬ টায়।

এদিকে ম্যাচের আগেরদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম প্রায় জনশূন্য। বিরল ঘটনাই বটে। গেটের সামনে কয়েকজন আনসার সদস্য, আর বিসিবি কার্যালয়ে গুটিকয়েক কর্মকর্তা ও কর্মচারী, সঙ্গে হাতেগোনা কয়েকজন সাংবাদিক। অনুশীলন করেনি দু’দলের কেউই। কেউ কেউ বলে উঠলেন, শেষ টি-টোয়েন্টি খেলা হবে তো? সবার আলোচনায় তখনও এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের দুটি ম্যাচ বন্ধের ঘোষণা কখন আসবে! করোনাভাইরাসের আতঙ্ক গ্রাস করেছে মিরপুরকেও। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটি শেষ হলেই যেন বাঁচে বিসিবি। তবে পরিস্থিতি যাই হোক না কেন, শেষ ম্যাচেও প্রভাব বিস্তার করে বড় জয় তুলে নিতে চায় বাংলাদেশ। দাপটের সঙ্গেই সিরিজ শেষ করতে চায় স্বাগতিকরা। সফরে এখন পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরেছে জিম্বাবুয়ে। বাংলাদেশ এই টি ২০ সিরিজ দিয়েই অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে। দ্বিতীয় ম্যাচে তাই বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এখান থেকেই পরীক্ষা-নিরীক্ষার কাজটা সারতে চায় টিম ম্যানেজমেন্ট। আজ তাই একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসবে। তামিম ইকবাল আজ একাদশে না-ও থাকতে পারেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১