অবশেষে বাকই উঃ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুল হাসান

-গাজী মামুন (ডেস্ক)

ব্যক্তিগত কারণে দীর্ঘদিন দলীয় কার্যক্রমে অনুপস্থিত থাকায় লালমাই উপজেলা ছাত্রলীগের আওতাধীন বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রায়হান সারোয়ার রিফাতকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সেই সাথে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সোমবার (১৭ জুলাই) উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ পরান সওদাগর ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইউনিয়ন ছাত্রলীগের ১নং সহ-সভাপতি মাইনুল হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়েছে।

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়ে মাইনুল হাসান জানান, আগামীতে বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করতে আমাকে দায়িত্ব দেওয়ায় কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ পরান সওদাগর ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে উপজেলা ছাত্রলীগের নির্দেশনায় আগামী দিনে ইউনিয়ন ছাত্রলীগকে আরো গতিশীল করতে দলীয় সকল কাজে সক্রিয় অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করছি।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১