ছোট শরিফপুর স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন বাগমারা উচ্চ বিদ্যালয়

 

– উপজেলা শিক্ষা অফিস আয়োজিত ফুটবল ম্যাচের ফাইনালে অংশগ্রহণ করে বাগমারা উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ বনাম ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ খেলায় ছোট শরিফপুর উচ্চ বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে জয়ী হয়েছে বাগমারা উচ্চ বিদ্যালয়।


১০ই সেপ্টেম্বর শনিবার দুপুরে বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচের ১৮ তম মিনিটেই গোলের লিড নেয় ছোট শরীফপুর দল। পরে ১ম অর্ধের শেষ পর্যায়ে গোল করে (১-১) সমতায় আনে স্বাগতিক বাগমারা। ২য় অর্ধে কোনো দল গোল না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে (২-১) গোলে জয়ী হয় বাগমারা উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ।


লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত আন্ত-স্কুল ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ ফোরকান এলাহি অনুপম।


এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার,লালমাই উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আব্দুল মোতালেব, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হাসান জাফর, লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বিসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১