নিজস্ব প্রতিনিধি :
গত ২৭মার্চ কুমিল্লার লালমাই উপজেলার প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের উদ্যোগে মিলনমেলায় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, লটারি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের আহ্বায়ক ইব্রাহিম খলিল মজুমদারের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সদস্য সচিব প্রভাষক আমান উল্লাহ আমানের সঞ্চালনায়
অনুষ্টানটি উদ্বোধন করেন অর্থমন্ত্রীর একান্ত সচিব কে এম সিংহ রতন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, লালমাই প্রেস ক্লাব এর সভাপতি ড. শাহজাহান মজুুমদার, ৪নং ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, ৪নং ভূলইন দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাবেক চেয়ারম্যান ডাঃ তৈয়ব আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চক্রবর্তী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম সারওয়ার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলার পাশাপাশি লেখা পড়ায় মনযোগ দিতে হবে। একমাত্র লেখা পড়ার মাধ্যমেই নিজের উন্নয়ন সম্ভব।তিনি সকলের উদ্দেশ্যে বলেন,নিজে লেখা পড়া করে প্রতিষ্ঠিত হলে চলবে না।সমাজের তৃণমূল পর্যায়ের গরিব দূঃখীদেরকে লেখা পড়ায় আর্থিক সহযোগীতার আহ্বান জানান।
আরো পড়ুনঃ