গাজী মামুন: কুমিল্লার লালমাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২১ পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) সকালে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এসএসসি-২১ পরীক্ষার্থীদের বিদায় জানান প্রতিষ্ঠানের শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তফাজ্জল হোসেন মজুমদার, সাবেক প্রধান শিক্ষক এ,টি,এম সামছুদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুল্লাহ্, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, বাগমারা উত্তর ইউপি সদস্য আবদুল ওহাব সহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমদাদুল হক মজুমদার বলেন, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তব্যের সূচনালগ্নে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারকে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। অদূর ভবিষ্যতে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্ঠায় তোমাদেরকে যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত জনপদে স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করা হচ্ছে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।
উল্লেখ্য, গত বছর এসএসসি পরীক্ষায় ৬ টি এ প্লাস (A+) সহ শতভাগ পাশ পেয়েছিল প্রতিষ্ঠানটি।
আরো পড়ুনঃ