বাগমারা বাজারের গ্লোবাল টাওয়ার থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রদীপ মজুমদার ( বিশেষ প্রতিনিধি)

কুমিল্লার লালমাই উপজেলায় শাহনাজ (২০) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। নিহত শাহনাজ উপজেলার বাকই উত্তর ইউনিয়নের কাপাসতলা গ্রামের আবুল হোসেনের মেয়ে ও জেলার মুরাদনগর উপজেলার   সৌদি প্রবাসী এনামুল হকের স্ত্রী।

জানা যায় নিহত শাহনাজ সম্প্রতি সৌদি প্রবাসী এনামুল হকের সাথে বিয়ে হয়। বিয়ের পর তার পিতামাতার সাথে উপজেলার বাগমারা বাজারের গ্লোবাল টাওয়ারে থাকতেন।  গতকাল শুক্রবার শাহনাজ ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করে। পরে খবর পেয়ে থানার পুলিশ এস আই প্রদ্যোৎ সঙ্গীয় ফোর্স সহ দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে গৃহবধূ নিজের কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা লাশ ঝুলানো অবস্থায় পায়।
বিকাল ৪টায় দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তবে এখন পর্যন্ত আত্মহত্যার কারণ জানাতে পারেনি নিহতের পরিবার ও পুলিশ।

লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব  জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আত্মহত্যার কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১