-লালমাইয়ে যৌথ বাহিনী অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯শে এপ্রিল গোপন তথ্যের ভিত্তিতে বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব অশ্বতলা এলাকায় একটি বাড়িতে কিছুসংখ্যক লোক মাদক ব্যবসা করে এবং মাদক সেবন করে বলে তথ্য পায় যৌথ বাহিনী।
এই তথ্যের উপর ভিত্তি করে যৌথ অভিযান পরিচালনা করে মোঃসুজন,মোঃনুর নবী,মোঃআলামিন,মোঃমানিক নামের চারজন ব্যক্তিকে আটক করা হয়।
এই সময় বাড়ি তল্লাশি করে ২১৩ পিছ ইয়াবা,৭ টি অ্যান্ড্রয়েড মোবাইল,৫ টি বাটন মোবাইল,১ টি বিদেশি মদের বোতল,নগদ ৪০,০০০ টাকা,কিছু ইয়াবা সেবনের সামগ্রী পাওয়া যায় এবং জব্দ করা হয়।
আটককৃত চারজন ব্যক্তি এবং জব্দকৃত মালামাল পরবর্তীতে লালমাই থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।