বাগমারা-ভূশ্চি বাইপাস সড়কের বেহাল দশা;প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা !

 

-আজকের লালমাই ডেস্কঃ- কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা-ভূশ্চি সড়কের বাগমারা বাজারের অংশের বাইপাস সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন থেকে এই গুরুত্বপূর্ণ সড়কের বাগমারা বাজার অংশে ঘটছে নানা অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা।
আজ ৫ই জুলাই রবিবার বাগমারা বাজারের নতুন দুধ বাজার অংশে গতকয়েকদিনের বেশ কয়েকটি বেটারি চালিত অটো রিক্সা উল্টে বেশ কয়েকজন আহত হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়,
বাগমারা বাজারের এই সড়কের বেশ কয়েকটি স্থানে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকায় পানি জমে রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয় এবং সময় মত মেরামত না করায় একসব ছোট খাটো খানাখন্দ হয়ে উঠছে মৃত্যু ফাঁদ।
বাগমারা বাজারের জিরু পয়েন্ট থেকে ভূশ্চি যাওয়ার রাস্তাটি অবস্থাও একই রকম।
পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকায় বাজারের পুরো রাস্তায় দুই থেকে তিন ইঞ্চি কাদা পানি থাকে যার ফলে জনগনের সাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে।

সাধারণত জনসাধারণ এই সমস্যার দ্রুত সমাধানের যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১