– আজকের লালমাই ডেস্কঃ-
-কুমিল্লা জেলার লালমাই উপজেলা ট্রেনের নিছে কাটা পরে এক যুবক নিহত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের বাগমারা বাজার সংলগ্ন বাগমারা-সৈয়দপুর- মেহেরকুল দৌলতপুর রাস্তার রেল ক্রসিংএ মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক নিহত হয়।
লাকসাম রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজকের লালমাইকে জানান,
দূর্ঘটনার খবর জানার পর আমরা (লাকসাম রেলওয়ে পুলিশ) লাশটি উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানায় ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছি।
লাশের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে, অবস্থার উপরের ভিত্তি করে আইনি জটিলতা শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।