রিয়াজ মোর্শেদ মাসুদঃ
কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ৪০ বছরের পানির ড্রেন দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
পানির ড্রেন দখল করার কারনে নিয়মিত পরিবেশ দূষণ হচ্ছে। জনস্বাস্থ্য হুমকির মুখে রয়েছে। পানির ড্রেন দখল হওয়ার ফলে প্রায় ১০০০(একহাজার)জনগণ জলাবদ্ধতার শিকার হবে। গত ২মার্চ স্থানীয় এলাকাবাসীর পক্ষে মুক্তা আক্তার উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে উক্ত ওয়ার্ডের শাহজাহান ও তার দলবল নিয়ে ড্রেনের উপর ঘর নির্মাণ করে। ৪০বছরের পানির ড্রেনটি সরকারী খাস ভূমির উপর দিয়ে প্রবাহমান ছিল। ক্ষতিগ্রস্থদের পক্ষে মুক্তা আক্তার বলেন, শাহজাহান সওদাগর জোর করে ৪০ বছরের পানির ড্রেন বন্ধ করে দিয়েছে, পানির ড্রেনটি সরকারী জায়গায় রয়েছে। অভিযুক্ত শাহজাহান বলেন কিছু খাস ভূমি থাকতে পারে তবে অধিকাংশ জমি আমার ব্যক্তি মালিকানায় রয়েছে। স্থানীয় ইউপি সদস্য বজলুর রহমান বলেন, ঘটনা সত্য, শাহজাহান সওদাগর কোন কথা শুনে না। ক্যাব লালমাই উপজেলার শাখার সভাপতি কবির হোসেন মানিক বলেন সরকারী ড্রেন বন্ধ রাখা অপরাধ, কেউ যদি সরকারী ড্রেন দখল করে তা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।
আরো পড়ুনঃ