-কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামের পশ্চিম পাড়ার মফিজ মিয়ার ছেলে নাসির উদ্দিন(২২)’কে গত রবিবার থেকে পাওয়া যাচ্ছেনা বলে লালমাই থানায় জিডি (১৫ই সেপ্টেম্বর/জিডি নংঃ- ) করেছে তার পরিবার।
পরিবার সুত্রে জানাযায়,নিখোজ নাসির লালমাই উপজেলার সনামধন্য কওমি মাদ্রাসা মাহমুদিয়া মহিউসসুন্নাহ মাদ্রাসার(নাগরিপাড়া) মুহতামিম মোস্তফা মাহমুদির ড্রাইবার ছিল, রবিরার তার চালিত গাড়ি বাড়িতে রেখে সে নিখোঁজ হয়ে যায়।
তবে পরিবার বলছে নিখোঁজ হওয়ার পিছনে মেয়ে (অজ্ঞাত) সংগঠিত কারন থাকতে পারে এবং নিখোঁজ হওয়ার পেছনে মেয়ের পক্ষের হাত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের পক্ষথেকে নিখোঁজ নাসির উদ্দিনের কোন ধরনের খোজ পেলে এ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছেঃ-
01842167196
(মফিজ মিয়া)