ভূশ্চিতে IFIC ব্যাংক শাখা’র শুভ উদ্বোধন।

মাসুদ রানাঃ

আজ ৩১শে মার্চ বুধবার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে আইএফআইসি ব্যাংক শাখার শুভ উদ্বোধন করা হয়। আই এফ আই সি ব্যাংক ভূশ্চি বাজার উপ-শাখার ইনচার্জ হাসনান ইমতিয়াজের সঞ্চালনায় ও মিয়াবাজার শাখা’র ব্যবস্থাপক মোঃ তারেক হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লালমাই উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাসুদুর রহমান ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, ভূশ্চি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ তৈয়ব আলী, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মজুমদার, ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য ফরিদ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মালেক, মজুমদার এয়ার ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক ছায়েদুল হক মজুুমদার ও লালমাই প্রেস ক্লাব এর দপ্তর সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

জানা যায়, আই এফ আই সি ব্যাংক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং ব্যাংকিং সেবাগুলোর মধ্যে অন্যতম, “সুবিধা যেমন চাই হিসাব একটাই” এই শ্লোগানকে সামনে রেখে আমার একাউন্ট, আমার বাড়ি এই একাউন্টের মাধ্যমে Home lone, FDR সহ নানা সুবিধা, এখানে রয়েছে গরীব অসহায়/নিম্ন আয়ের মানুষদের জন্য সহজ একাউন্ট, বিদুৎ বিল নিতে কোন চার্জ নেওয়া হয়না, দেশের যে কোন ব্যাংকের বুথ থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা উত্তোলন, নিজের হাতে নিজের ব্যাংক অর্থাৎ ডিজিটাল ব্যাংকিং সুবিধা, তাছাড়া বিকাশ কিংবা নগদে লেনদেনের কোন চার্জ নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে, IFIC ব্যাংকের মাধ্যমে ভূশ্চিতে লেনদেনের মাইলফলক সৃষ্টি হবে বলে মনে করেন মাসুদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে ড. শাহজাহান মজুমদার বলেন, বাংলাদেশের সরকারি বেসরকারি অনেক ব্যাংকের সাথে আমি ব্যবসায়িক লেনদেন করি কিন্তু আই এফ আই সি ব্যাংক সকল ব্যাংকগুলোর মধ্যে অন্যতম।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১