মোটরসাইকেল দুর্ঘটনায় লালমাইয়ের যুবক সহ দুই জন নিহত

-লালমাই হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায় ১৭ সেপ্টেম্বর শনিবার ৯: ১৫ মিনিটে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের ভৈইসকপালিয়া নামক স্থানে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একজন, হাসপাতালে নেয়ার সময় আরো একজনের মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানা যায় লাকসাম থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চয়ন সিংহ পিতা শুধর্সন সিং গ্রাম দুপচর বাকই দক্ষিণ ইউনিয়ন উপজেলা লাকসাম ও শান্ত সিংহ শাওন পিতা মৃত জহর লাল সিংহ গ্রাম আলীশ্বর পেরুল উত্তর ইউনিয়ন লালমাই উপজেলা বলে নিশ্চিত করেন অজয় সিংহ।
ঘটনাস্থলে লালমাই হাইওয়ে পুলিশ এসে নিহতদের মৃতদেহ উদ্ধার করেন।
চয়ন ও শান্তের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১