আহতদের সবাই কুমিল্লা-১০ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোবাশ্বের আলম ভুঁইয়ার অনুসারী বলে জানা গেছে। তবে হামলাকারীরা কোন গ্রুপের তাৎক্ষণিক কেউ বলতে পারেননি। লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন মজুমদার বলেন, দলের অন্য একটি গ্রুপের কর্মীরা আমাদের কর্মিসভায় হামলা করেছে। আহত বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন বলেন, ‘বেলঘর দক্ষিণ ইউনিয়ন যুবদলের কর্মিসভায় আমিসহ বিএনপির কয়েকজন নেতা অতিথি হিসেবে যাই। বিকেল থেকে সভা শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর সভা ফের শুরু করতেই বহিরাগত কিছু লোক আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলাকারীদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন যেহেতু এখন এলাকায় নেই। সেহেতু তারা হামলা করার সুযোগও নেই। দলের অন্য একটি গ্রুপের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের সবার নেতা তারেক রহমান। মার্কা ধানের শীষ। সূত্র:- কালের কন্ঠ