গাজী মামুন: কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ শিশু পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিবস পালন করেছে লালমাই উপজেলা ছাত্রলীগ।
সোমবার (১৮ অক্টোবর) বিকেলে লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহপরান শাওন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি’র সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য শেষে কেক কেটে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিনের শুভ সূচনা করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, লালমাই উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান সারোয়ার রিফাত, সহ-সভাপতি রায়হান পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহিন, সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, প্রচার সম্পাদক আজগর আলী আরজু, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল খিদরী, পাঠাগার সম্পাদক আদিল সাফায়েত আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুল হাসান তুষার, সাদ্দাম হোসেন সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে ১৯৭৫ এর ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধু সপরিবারে শহিদ সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মোনাজাতের মাধ্যমে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আরো পড়ুনঃ