লালমাইয়ে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েই চলেছে, নতুন করে আরও ১ জনের মৃত্যু।

নাফিউ জামানঃ

মহামারি করোনা ভাইরাসে লালমাইতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ জনে।

এছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক (০১) জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ০৪ জনে।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যাক্তির নাম আবুল বাশার (৫৫)। তিনি উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের বাসিন্দা।


গত মাসে আবুল বাশার অসুস্থ হয়ে পড়লে তাকে লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ২৫ মার্চ তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর থেকে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ০২ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

আজ সন্ধ্যায় লালমাই উপজেলার স্বাস্থ্য সহকারী উজ্জ্বল সিংহ এ তথ্য জানান।

উল্লেখ্য, দেশের ইতিহাসে রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৮৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন আরও ৫০ জন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১