নিজস্ব প্রতিনিধিঃ
লালমাইয়ে প্রাণীসম্পদ প্রদর্শনী -২০২১ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন (শনিবার) ছোট শরীফপুর ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এবং প্রানী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া খাতুন,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লাহ প্রমুখ।
এ সময় আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
আরো পড়ুনঃ