লালমাইয়ে হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সন্মেলন অনুষ্ঠিত।

প্রদীপ মজুমদার :

কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ লালমাই উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সম্মেলনে জ্যোতিষ সিংহ খোকনকে সভাপতি ও মানিক মজুমদারকে সাধারণ সম্পাদক এবং সঞ্জয় শর্মাকে সাংগঠনিক সম্পাদক করে ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়।

অমর কৃষ্ণ বণিক মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে
সম্মেলনের পূর্বে ঐক্য পরিষদের বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু মধু সুধন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক অবনী ভৌমিক, কুমিল্লা জেলা বৌদ্ধ সমিতির সভাপতি এস কে সিনহা, বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক রতন দে, পেরুল উত্তর ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি চন্দন মজুমদার, বেলঘর দক্ষিণ ঐক্য পরিষদের সভাপতি মাষ্টার সুধীর ভৌমিক, সাধারণ সম্পাদক ডা. নারায়ণ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ – সভাপতি ডা.প্রফুল্ল ভৌমিক, বেলঘর উত্তর ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি ডা. স্বদেশ রায়, বাবু কিরণ রায়, প্রিয় লাল সাহা, মনিদ্র দাস, সুবাস দাস, অনিল সূত্রধর, রাহুল সিংহ, দিলীপ সিংহ মেম্বার, সুজীত সিংহ, অজয় সিংহ, সুমন সিংহ, শম্ভু রায়, কিশোর সিংহ, প্রমুখ।

সম্মেলনে নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে শারদীয় দূর্গা পুজার তিন দিনের ছুটির দাবি, হিন্দু ফাউন্ডেশন গঠন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ অন্যান্য দাবি জানান।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১