লালমাইয়ে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

 

-রুহুল আমিন (লালমাই সদর)
গত ২০ শে জুলাই রোজ বুধবার অনুমানিক রাত ১২ টায় গোপন সংবাদের ভিক্তিতে ভুলইন উত্তর ইউনিয়নে কালিকাপুর রাস্তার মাথায় ভুচ্ছি পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ আবদুল আল মামুনের নেতৃত্বে অভিযান চালায় এস আই সালাম ও সঙ্গীয় ফোর্স। অভিযান পরিচালনা করে তিন ব্যক্তিকে আটক করে তাদের বহনকারী অটোরিকশা সিএনজি তল্লাশী করে ১৮ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন ১)মোঃ ফারুক পিতাঃবাচ্চু মিয়া গ্রামঃবালুমুড়ি থানাঃ চৌদ্দগ্রাম জেলাঃ কুমিল্লা ৩)ফরহাদ হোসেন (প্রকাশ)শাকিল পিতাঃ আক্কাস গ্রামঃপ্রতাফপুর থানাঃ চৌদ্দগ্রাম জেলাঃ কুমিল্লা মোঃ আক্কাস পিতাঃ ফরিদ মিয়া গ্রামঃ মানিকপুর থানাঃ চৌদ্দগ্রাম জেলাঃ কুমিল্লা। আজ তাদের মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১১ ১৯এর(খ)/৩৮/৪১ মামলায় আদালত প্রেরন করেন লালমাই থানা পুলিশ।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১