আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।

গাজী মামুন ( নিজস্ব প্রতিনিধি)

মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখি সমৃদ্ধ দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে লালমাই উপজেলা মৎস্যজীবী লীগের আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (২২মে) বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে লালমাই উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক বাবুল হোসেন’র সভাপতিত্বে ও সদস্য সচিব বজলুর রহমান সোহাগের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাজী আমির হোসেন, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগ সদস্য ও ভূলইন উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু, বাকই উত্তর ইউনিয়ন ইউপি সদস্য মোঃ জাফর, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন হাজারী, যুগ্ম আহ্বায়ক মাসুদ কায়সার, কার্যকরী সদস্য শাহজাহান সম্রাট তাজ, সদস্য মোঃ মহসিন প্রমুখ।

আলোচনা সভার পূর্বে ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। পরে উপজেলা মৎস্যজীবী লীগ নেতারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল নিয়ে উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে আবার দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হন। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১