উদ্বোধনের চারদিনের মাথায় বাগমারা হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা শুরু।

নিজস্ব প্রতিনিধিঃ

উদ্বোধনের চারদিনের মাথায় বাগমারা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা শুরু হয়েছে। গত ২৫ এপ্রিল দুপুরে অর্থমন্ত্রীর পক্ষে লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও ডাঃ আনোয়ার উল্যাহ, লালমাই উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শারমিন আরা ও লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, আবুল খায়ের গ্রুপের বিভাগীর অফিসার শাহ আলম এর উপস্থিতিতে বাগমারা হাসপাতালে করোনা ইউনিট (আইসিইউ সেবাসহ) উদ্বোধন করা হয়েছিলো। এরই মাঝে গতকাল (বুধবার) সন্ধ্যায় মমিনুল ইসলাম (৬০) নামের একজন করোনা পজিটিভ রোগী ভর্তি হয়েছেন। তিনি বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের মৃত দুলা মিয়ার পুত্র। মুমিনুল এই হাসপাতালের প্রথম করোনা রোগী।

জানা যায়, গত ২৬ এপ্রিল মমিনুল ইসলামের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এক সপ্তাহ আগে তার করোনার নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মী উজ্জল সিংহ।

হাসপাতালের করোনা ইউনিটে ডিউটিরত উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার রবিউল আলম বৃহস্পতিবার সকালে জানান, করোনা পজিটিভ রিপোর্ট আসার পরপরই রোগী মমিনুল ইসলামকে কিছু পরীক্ষার জন্য কুমিল্লার একটি হাসপাতালে প্রেরণ করা হয়। পরীক্ষা শেষে বুধবার সন্ধ্যায় তাকে বাগমারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তির সময় তাকে চিকিৎসা দিয়েছেন মেডিকেল অফিসার সোহাগ চক্রবর্তী।

বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও ডাঃ আনোয়ার উল্যাহ বলেন, কভিড-১৯ পজেটিভ রোগী ভর্তির মধ্য দিয়ে মূলত এই হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দিতে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির উদ্যোগে ও আবুল খায়ের গ্রুপের সহযোগিতায় লালমাই উপজেলার বাগমারা ২০ শয্যা হাসপাতালের ২য় তলায় দুই শয্যা অত্যাধুনিক আইসিইউ, ২ শয্যা হাইফ্লো অক্সিজেন সিস্টেম, ৩টি অক্সিজেন কনসেন্ট্রোটর, ১টি বাইপেপ ভেন্টিলেটর, ১টি সিপেপ ভেন্টিলেটর, ১২টি সিলিন্ডার সম্বলিত সেন্ট্রাল অক্সিজেন, ইসিজি ও এক্সরে মেশিন, ১০টি অত্যাধুনিক পেশেন্ট মনিটর, ১টি অটোক্ল্যাভ মেশিন, ১টি ল্যারিংগোস্কোপ, ২টি বৈদ্যুতিক সাকার মেশিন ও ১০টি স্পেশাল শয্যা স্থাপন করা হয়েছিলো।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১