-অনলাইন ডেস্কঃভাইরাস মুক্ত হতে দেশের সবাই যখন ঘরে,
সংকুর পাড় আলোর দিশারি যুব সংঘের তরুণরা তখন খাবার হাতে ঘরে ঘরে।
৩১ শে মার্চ মঙ্গলবার বাগমারা বাজারের বিশিষ্টব্যবসায়ী আব্দুল মালেকের দিকনির্দেশনায় দিনব্যাপী
সংকুর পাড় আলোর দিশারি যুব সংঘ এর সদস্যদের ও প্রবাসীদের আর্থিক সহ যোগিতা মাধ্যমে লকডাউন এর কারণে কর্মহীন অসহায় মানুষদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংকুর পাড় গ্রামের খেটে খাওয়া দিন মজুর ২০ টি পরিবার কে ১০ কেজি করে চাউল, ১ কেজি তৈল,৫০০গ্রাম ডাল,১ কেজি পেয়াজ,২ কেজি আলো, ১ কেজি করে টমেটু,একটি সাবান, বিতরণ করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন,
লকডাউনে সব চেয়ে বিপাকে পড়েছেন গ্রামের খেটে খাওয়া দিনমজুর মানুষজন,
আর এই সব ভাসমান মানুষের পাশে দাড়িয়েছি আমরা সংকুর পাড় আলোর দিশারি যুব সংঘ।
আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি গ্রামের খেটে খাওয়া দিনমজুর অসহায় অভুক্ত, সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়াতে।
সমাজের বিত্তবান মানুষদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে যে যেটুকু পারেন ওইসব অসহায় মানুষের পাশে দাঁড়ান।
আপনিও চাইলে আপনার একটা অংশ আমাদের মাধ্যমে বা আপনি নিজেই এই সব মানুষ গুলোর মাঝে বিলি করতে পারেন।
যোগাযোগের নাম্বারঃ-বোরহান উদ্দীন
০১৮১৩৩৩৮৪৩৮
মোঃমাঈনুল হাছান
০১৮৮১১২৭৪৬১
মোঃমুরাদ খাঁন
০১৮৬৩৯১০৫৯৭
সাহায্য পাঠানোর ঠিকানাঃ-০১৮৬৩৯১০৫৯৭ (বিকাশ পার্সোনাল)
এই সময় উপস্থিত ছিলেন, মোঃবোরহান উদ্দীন, মোঃমাঈনুল হাছান,মোঃমুরাদ,মোঃরবিন,মোঃআলমগীর মোঃরানা মোঃজুয়েল, মোঃরায়হান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা ।
তারা জানান সামাজিক দুরত্ব বজায় রেখেই কর্মসূচী সম্পন্ন করা হয়।