স্টাফ রিপোর্টারঃ কুমিল্লায় রাজকীয় পরিবেশে অথনটিক কাচ্চি নিয়ে এলো কাচ্চি মহল রেস্টুরেন্ট। কুমিল্লায় গ্রাহকদের কাচ্চি বিরানির চাহিদা মেটাতে রেস্টুরেন্টটি ভূমিকা রাখবে বলে জানান রেস্টুরেন্টের মালিক পক্ষ। সেই লক্ষ্যে গত ৯ই ফেব্রুয়ারী বুধবার নগরীর কান্দিরপাড়ের নজরুল এভিনিউ, ট্রমা সেন্টারের পাশে উদ্বোধন করা হয় কাচ্চি মহল রেষ্টুরেন্টটি।
উদ্বোধন উপলক্ষে ভিতরের মনোরম পরিবেশ দেখে ক্রেতাদের উপচে পড়া ভিড় জমে কাচ্চি মহল রেষ্টুরেন্টটিতে।এখানে ডাইন-ইন এর পাশাপাশি পার্সেল এবং ক্যাটারিং এর সুবিধা রয়েছে বলে রেস্তোরাঁর কর্তৃপক্ষ জানান।
এছাড়াও তাদের আরো ২টি শাখা রয়েছে, এল ক্লাসিকো ক্যাফে, সিটি মার্কেট, কান্দিরপাড় এবং এল ক্লাসিকো ২.০ জেল,আমিন টাওয়ার, ঝাউতলা, কুমিল্লা।
আরো পড়ুনঃ