প্রদীপ মজুমদার :
দুই বছরের শিশু রফিকুল ইসলাম । এ বয়সে কতরকম খেলাধুলা ও বাড়ীর আঙ্গিনায় বেড়ানোর কথা কিন্তু ঘাতক ব্যাধি Retionblastoma চোখের ক্যান্সার তাকে আটকে রেখেছে বিছানায়। গত এক বছর যাবৎ সে চিকিৎসাধিন। সে কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে। রফিকুলের পিতা রুবেল হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, জন্মের পর থেকে সে এই Retionblastoma চোখের ক্যান্সার আক্রান্ত ইতিমধ্যে তার একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এখন আরেকটি চোখ নষ্ট হয়ে যাচ্ছে। উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম চক্ষু হাসপাতাল সহ ঢাকায় নিয়ে গেলে ডাক্তাররা বলেছেন, চিকিৎসার মাধ্যমে তার ক্যান্সার নিরাময় সম্ভব। যত দ্রুত সম্ভব তাকে ভারতে পাঠানোর পরামর্শ দেন।
দিনমজুর বাবা রুবেল তার শেষ সম্বল জমি বিক্রি করে ছেলেকে এতোদিন চিকিৎসা দিয়ে আসছেন। তাকে মোট ছয়টি কেমো থেরাপি সহ রেডিও থেরাপি দেওয়ার প্রয়োজন। সে জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু দরিদ্র দিনমজুর বাবার পক্ষে আর রফিকুলকে চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই একজন অসহায় পিতা তার আদরের ছেলেটির প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন।
তাকে সাহায্য পাঠানোর জন্য বিকাশ ও নগদ নম্বর – ০১৮২০৪২০৫৫৮ (পার্সোনাল)।
আরো পড়ুনঃ