নব যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচছা জানালো লালমাই প্রেসক্লাব।

নিজস্ব প্রতিনিধিঃ

লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নবযোগদানকৃত অজিত দেব’কে ফুলেল শুভেচ্ছা জানালো লালমাই প্রেসক্লাবের সদস্যরা। রবিবার দুপুরে লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের নেতৃ্ত্বে প্রেসক্লাবের সদস্যরা ইউএনও অজিত দেব’কে কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রেদোয়ানুর রহমান সুমন, নির্বাহী সদস্য অমর কৃষ্ণ বণিক, অর্থ সম্পাদক প্রদীপ মজুমদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াজ মোর্শেদ মাসুদ, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু জাফর সালেহ, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মতিন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, শিক্ষা ও তথ্য বিষয়ক সম্পাদক আমান উল্লাহ আমান, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন অপু, সাংবাদিক অরুণ পাল, রুহুল আমীন ও নাফিউ জামান প্রমুখ।

এ সময় ইউএনও অজিত দেব সাংবাদিকদের বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। লালমাই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে দাঁড় করাতে সাংবাদিক ও উপজেলা প্রশাসন একসাথে কাজ করবে বলে আশা প্রকাশ করেন এবং উপজেলার বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করতে অনুরোধ করেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১