বাগমারাঃ “উঠুন ফজরের নামাজের সময় চলে যায়”

– মোঃনাছির আহাম্মেদ(ডেস্ক)
“আর ঘুমাবেন না উঠুন ফজরের নামাজের সময় চলে যায়” এইভাবেই প্রতিদিন ভোরে মানুষকে নামাজের জন্য ডেকে তুলছেন লালমাইয়ের কিছু সচেতন মুসলিম যুবক ও মুরব্বিরা।
জানা যায়, উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের মহেশপুর গ্রামে প্রতিদিন ভোরেই এমনভাবে নামাজের দাওয়াত নিয়ে মুসলিমদের বাড়ি বাড়ি চলে যান এই সব যুবক ও মুরুব্বিরা।
গত ১৯শে সেপ্টেম্বর মহেশপুর গ্রামের যুবক ও মুরব্বিদের এই উদ্যোগ শুরু হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খোরশেদ আলম নামে এক যুবক এই দাওয়াতি কার্যক্রমের কিছু ছবি পোস্ট করলে তা নেটিজেনিদের ব্যাপক প্রশংসা পেয়েছে।
এই বিষয়ে খোরশেদ আলম আজকের লালমাইকে জানান,
গত ১৯ সেপ্টেম্বর থেকে এলাকায় মুরব্বি ও যুবকদের উদ্যোগে এই মহতি কাজ শুরু করেছি আমরা,এতে ব্যাপার সাড়া পাওয়া গেছে,আমরা প্রতিদিন ভোরে নিয়মিত ভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করছি,প্রাথমিক ভাবে আমরা আমাদের মহেশপুর গ্রামে এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছি আশা করি দ্রুত সেটি অন্যান্য গ্রামেও ছড়িয়ে যাবে।

এই বিষয়ে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা হেদায়েত উল্লাহ বলেন, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, যারা ফজরের নামাজের মধ্যদিয়ে দিন শুরু করে তাদের সারাদিন আল্লাহর রহমতে ভালো যাবে,এই ভাবে ধীরে ধীরে মানুষ নামাজের দিকে আসতে শুরু করলে আমাদের সমাজের আমূল-পরিবর্তন আশা করা যায়,আশাকরি মহেশপুর গ্রামের যুবক ও মুরব্বিদের এই উদ্যোগ আল্লাহ কবুল করে নিবেন।

 

 

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১