বাগমারায় মোটরসাইকেল দূর্ঘটনা; ঝরে গেলো আরও একটি তাজা প্রাণ!

-রুহুল আমিন ( লালমাই সদর)
আজ ২২ মার্চ রোজ মঙ্গলবার লালমাই উপজেলা বাগমারা দক্ষিণ ইউনিয়ন খিলপাড়া বাংগড্ডা ভূচ্ছি সড়কে আলম ‘স’ মিলের সংলগ্ন  সিএনজি মোটরসাইকেলে সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় ঘটে।সড়ক দুর্ঘটায় আহত হয়েছেন ৩ জন নিহত ১ জন।নিহত ব্যক্তি মোটরসাইকেল আরোহী। নিহত ব্যক্তি খিলপাড়া (চেয়ারম্যান বাড়ির) বাগমারা বাজারের মাংস ব্যবসায়ী কবিরের ছেলে মোঃ মহিন উদ্দিন (২২) স্থানীয় সূত্রে জানাযায় মোটরসাইকেল আরোহী  মহিন উদ্দিন সামনে থাকা সিএনজি ওভারটেক করতে গিয়ে  বিপরীত দিক থেকে আসা বাংগড্ডা গামী যাত্রীবাহী বাস দেখে নিয়ন্ত্রন হারিয়ে পেলে।  ফলে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মধ্যে একজন রাস্তার বাহিরে পরে যায়। আর একজন সিএনজি নিচে পরে গিয়ে গলা কেটে গিয়ে ঘটনাস্থলে মারা যান। মোটরসাইকেল থাকা একজন সিএনজিতে থাকা দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১