বাগমারায় স্বেচ্ছাসেবী সংগঠন হিউবাগ’র ঈদ উপহার বিতরণ

 

-গাজী মামুন( নিজস্ব প্রতিনিধি)

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারায় স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটি অব বাগমারা (হিউবাগ) এর উদ্যোগে ১৫০ টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

‘হিউবাগ ঈদ ভালোবাসা’ শিরোনামে বুধবার (১২ মে) বেলা ১২ টায় বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। উপকারভোগীদের তালিকায় ছিলেন রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ও বিভিন্ন পেশার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

উপস্থিত থেকে বিতরণকার্যে অংশ নেন, লালমাই প্রেসক্লাবের সাধারণ মোঃ কামাল হোসেন, হিউবাগ এর শুভাকাঙ্ক্ষী  ডাঃ কাউছার আহম্মেদ জুয়েল, সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী ইয়াকুব আলী নিমেল, সভাপতি সাইফুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক মোঃ মারুফ সিরাজী, সাংগঠনিক সম্পাদক কেপায়েত উল্লাহ, দপ্তর সম্পাদক অভি, নাহিম, মনির, রায়হান, মুন্না, ইব্রাহিম, গাজী রিপন, হৃদয়, আসিফ, নিয়ন প্রমুখ।

বিতরণ শেষে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী ইয়াকুব আলী নিমেল বলেন, “মাত্র তিন মাস হয়েছে আমরা সংগঠনটির যাত্রা শুরু করেছি। করোনার কারণে তেমন ফান্ডিং করতে পারিনি। তাই আমরা চিন্তা করেছি প্রবাসে যারা আমাদের বড় ভাই, বন্ধুবান্ধব আছে তাদের সাথে যোগাযোগ করে কিছু ফান্ডিং করা যেতে পারে। আলহামদুলিল্লাহ তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন বিধায় আমরা আজ এই কর্মসূচি পালন করতে সক্ষম হয়েছি। তাই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আগামীতেও যদি তারা এবং এলাকার সমাজসেবক, শিল্পপতি, ব্যবসায়ী ও বিত্তবানরা আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে আমরা এই সংগঠন কে বহুদূর নিয়ে যেতে পারব বলে আশা করছি।”

 

সংগঠনটির অন্যতম উপদেষ্টা ডাঃ কাউসার আহমেদ জুয়েল বলেন, এটি একটি তারুণ্য নির্ভর তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন একটি সংগঠন। তারা করোনাকালীন সময় থেকে জাতীয় দিবস পালন, মাস্ক বিতরণ, ইফতার বিতরণ, যানজট নিরসন ও সর্বশেষ ঈদ সামগ্রী বিতরণসহ নানা মানবিক কাজ করে যাচ্ছে। আমরা তাদের এ সকল কাজে উৎসাহিত করি ইনশাআল্লাহ আপনারাও তাদের পাশে থাকলে তারা ভালো কিছু করতে পারবে বলে আমি মনে করি।

উল্লেখ্য- চলতি বছরের ২ রা ফেব্রুয়ারী সামাজিক ও স্বেচ্ছাসেবী এ সংগঠনটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই এলাকার পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছে সংগঠনটি।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১