-অনলাইন ডেস্কঃ
লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের ১৯৬৩ ব্যাচের প্রাক্তন ছাত্র,সদর দঃ উপজেলার বারপাড়া ইউনিয়নের পরানপুর গ্রামের কৃতি সন্তান, ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কের এম, ডি , BGMEA-এর সাবেক সহ-সভাপতি, BIFT এর ফাউন্ডার সভাপতি, বিশিষ্ট তৈরী পোশাক ব্যবসায়ী জনাব হারুন অর রশীদ আজ ভোর ৫.৩০ মিনিটে না ফেরার দেশে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বাদ যোহর মহাখালী DOHS জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে লালমাই প্রেস ক্লাবের সভাপতি
ডঃ শাহজাহান মজুমদার এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুম হারুন অর রশীদের ২য় নামাজে জানাজা তার নিজ গ্রাম বারপাড়া ইউনিয়নের পরানপুর জামে মসজিদের প্রাঙ্গনে বাদ আছর মরহুমের নামাজে জানাজা সামাজিক দুরত্ব মেনে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে মরহুম তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।