-মোঃঃ রুবেল হোসেন (বাগমারা উত্তর)
লালমাই উপজেলার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস পালিত।
সকাল ৯ টায় স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় কর্মসূচী। এসময় উপস্থিত ছিলেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, এবং অন্যান্য সকল শিক্ষকবৃন্দ।
পুষ্প স্তবক অর্পণ শেষে বিদ্যালয়ের হলরুমে,
রচনা, চিত্রাঙ্কন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাবঃ মনির আহমদ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু লিচন চন্দ্র রায়, বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান বাবু নিরঞ্জন চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক জনাবঃ আব্দুল করিম, জনাবঃ সামছুল হক, জনাব হেলাল উদ্দীন, জনাবঃ হুমায়ুন কবির, জনাবঃ মনির হোসেন, অত্র বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার প্রধান জনাবঃ আব্দুল মমিন।
আরোও উপস্থিত ছিলেন, সহকারী ইংরেজী শিক্ষক জনাবঃ নুরুন নবী, জনাবঃ মাকসুদুর রহমান।
বাংলা শিক্ষক, বাবু ননী গোপাল মন্ডল, জনাবঃ নাজনীন সুলতানা, জনাবঃ মমতাজ মহল।
আরোও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক (কম্পিউটার) জনাবঃ খলিলুর রহমান, জনাবঃ মোঃ রুবেল হোসেন, জনাবঃ শামীম হোসেন।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের BNCC এবং স্কাউটের সদস্যরা।
সভার শুরুতে প্রধান শিক্ষক সকলের উদ্দেশ্যে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।
সবশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।