-কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দুধ বাজারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
২রা নভেম্বর বুধবার উপজেলার অন্যতম ব্যাস্ত ও বড় দুধ বাজার বাগমারা দুধ বাজারে এই অভিযান পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহি অফিসার ফোরকান এলাহী।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায় বাগমারা বাজারে অসদুপায় অবলম্বন করে ভেজাল মিশ্রিত গরুর দুধ বিক্রির অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে অসদুপায় অবলম্বনকারী কয়েকজন দুধ বিক্রেতাকে ৬৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় |
এই সময় মোবাইল কোর্ট পরিচালনাকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দুধের গুণগত মান ল্যাক্টোমিটারের মাধ্যমে নির্ণয়ের মাধ্যমে মোবাইল কোর্টকে কারিগরি সহায়তা প্রদান করেন |