-সারা দেশের ন্যায় লালমাই উপজেলা নারী শিক্ষার অগ্রদূত অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের এইচএসসি এর ফল প্রকাশিত হয়েছে।
রবিবার প্রকাশিত ফলাফলে দেখা যায় এইবার উপজেলার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ থেকে এইস এস সি পরিক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ২১ জন শিক্ষার্থী।
সেই সাথে কলেজের পাসের হার ও ছিল অভাবনীয় এইবার কলেজে পাসের হার ৯৯.৪১%।
এইবার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ
এইচএসসি -২০২১
পরীক্ষার্থী – ১৬৯
কৃতকার্য – ১৬৮
ফলাফল -৯৯.৪১℅
GPA 5 – ২১
রবিবার কলেজের অফিসিয়াল ফেইজবুক ফেইজে বিষটি নিশ্চিত করে এই সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং কলেজ প্রতিষ্ঠাতা, গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
আরো পড়ুনঃ