বাগমারা হাসপাতালে পুনরায় করোনা রুগী ভর্তি শুরু!

-অনলাইন ডেস্কঃ
বাগমারা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আজ থেকে আবার রোগী ভর্তি শুরু হয়েছে। করোনা আক্রান্ত, করোনা উপসর্গ আছে এমন রোগী সহ সব ধরনের রোগীর সেবা দিতে প্রস্তুত বাগমারা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।
বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরএমও ডা: আনোয়ার উল্লাহ্।
এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ধন্যবাদ জানিয়ে তারা বলেন করোনার এই সময়ে লালমাইয়ের মানুষের কথা চিন্তা করে পুনরায় করোনা রুগী চিকিৎসা শুরু করার ব্যবস্থা করে দেয়ার জন্য ধন্যবাদ মাননীয় অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফ সিএ এমপি, কুমিল্লা জেলার সিভিল সার্জন জনাব মীর মোবারক হোসেন, লালমাই উপজেলার নির্বাহী অফিসার জনাব অজিত দেব, লালমাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, মাননীয় অর্থ মন্ত্রীর একান্ত সচিব বাবু কল্যান মিত্র সিংহ রতন, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মিজান মজুমদার সহ সংশ্লিষ্ট সবাইকে।
এছাড়াও বাগমারা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী সহ চিকিৎসা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১