প্রদীপ মজুমদার :
দীর্ঘ ৬ বছর পর আগামী ৮ ডিসেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলন সফল করতে দলের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রস্তুত করা হচ্ছে সম্মেলনস্থল লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠ। প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে এই সম্মেলনকে ঘিরে দক্ষিণ জেলাব্যাপী দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। কে হচ্ছেন সভাপতি আর কে হচ্ছেন সম্পাদক এই নিয়ে জল্পনা কল্পনা চলছে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে।
ইতিমধ্যে সমাবেশ স্থলের চতুর্দিকে ব্যানার, ফেস্টুন, বিভিন্ন সড়কে তৈরি হচ্ছে তোরণ। এমন আয়োজন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে। প্রায় ৬ বছর পর আগামী ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। প্রায় ৪০/৫০ হাজার নেতা-কর্মীর জন্য প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।
সম্মেলনে আগামী ৩ বছরের জন্য কে হচ্ছেন সভাপতি আর কে হচ্ছেন সাধারণ সম্পাদক তা নিয়ে উত্তেজনা উৎকণ্ঠায় রয়েছেন নেতাকর্মীরা। এ নিয়ে সাধারণ মানুষের মাঝেও চলছে নানা জলপনা-কল্পনা। তবে দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি শক্তিশালী গ্রহণযোগ্য জেলা কমিটি গঠন করা হোক।
দলীয় নেতাকর্মীরা জানান, ত্রিবার্ষিক সম্মেলন সফল ও সার্থক করতে ইতিমধ্যে ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর সাথে বর্ধিত সভা করা হচ্ছে। সম্মেলন প্রশ্নে সব নেতা-কর্মী আজ ঐক্যবদ্ধ। সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে সম্মেলন সফল করার লক্ষে সকলে একত্র হয়ে কাজ করছেন। সম্মেলনে কাউন্সিলর ভোটের মাধ্যমে নবীন-প্রবীণের সম্মিলনে সকলের কাছে গ্রহণযোগ্য একটি শক্তিশালী কমিটি হবে এমটাই প্রত্যাশা সাধারণ নেতাকর্মীদের।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি জানান, ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেতাকর্মীদের মধ্যে একটা উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। তিনি বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি, স্হানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার জানান, সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলাসহ প্রতিটি জায়গায় মিছিল মিটিং হচ্ছে। একটা সাজ সাজ রব রব পরিবেশের সৃষ্টি হয়েছে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার বলেন সমাবেশে মাঠ সহ সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ২০১৬ সালের জুলাইতে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছয় বছর পর সম্মেলনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।