গাজী মামুন : দেশমাতৃকার উন্নয়নে ও দেশের প্রতিটি দুর্যোগ মুহুর্তে বাংলাদেশ ছাত্রলীগ সুনামের সাথে কাজ করে আসছে। সুুনামের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিবাচক কাজ করার চেষ্টা করে যাচ্ছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় কুমিল্লার লালমাই উপজেলাস্থ ভুশ্চি-গৈয়ারভাঙ্গা সড়কের ব্যস্ততম ভুশ্চি বাজারের যানজট নিরসনে মাঠে নামেন লালমাই উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বেলঘর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী নাজমুল হাসান তুষার।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে ভুশ্চি বাজার চৌরাস্তায় কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যানজট নিরসন করতে দেখা যায় তাকে। এ সময় এলোপাথাড়িভাবে চলাচলরত যানবাহনের জন্য ওই রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। বহুদিন ধরেই যানজটের কারণে অপেক্ষা ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। এর মধ্যে যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছিলেন কর্মজীবী মানুষরা। যানজটে আটকা পড়া নারী-শিশুদের অবস্থাও তখন বেগতিক। এমন পরিস্থিতি দেখে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজেই ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হন তুষার। বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে বাজার সংলগ্ন ঐ রাস্তায় শৃঙ্খলা ফেরাতে সক্ষম হন। যানবাহনগুলো নিয়ম মেনে চলাচল শুরুর পর যানজট অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসে।
জানতে চাইলে ছাত্রলীগ নেতা নাজমুল হাসান তুষার বলেন, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ইজিবাইক আর ব্যাটারী চালিত অটো-রিকশা চলাচল ও যত্রতত্র স্থানে গাড়ি রাখায় যানজট সৃষ্টি হচ্ছে। ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। বাজারে যানজট লেগেই থাকে। ৫ মিনিটের পথ যেতে ১৫ মিনিট লেগে যায়। ফলে আমি তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নেই।
আরো পড়ুনঃ