ভূলইন দক্ষিণে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

লালমাই প্রতিনিধি : গতকাল ৩০ ডিসেম্বর কুমিল্লায় লালমাই উপজেলার ভূলইন দক্ষিণে জামিরা গ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী জামিরা মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ওয়ান নাইট ডাবল এলইডি টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত খেলায় লালমাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম খলিল মজুুমদার এর সভাপতিত্বে উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের নেতা কামরুল হাসান শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: শাহজালাল মজুুমদার, কাশিনগর ইউনিয়নের চেয়ারম্যান মো: মোশারফ হোসেন, লালমাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া, জামিরা মহিলা দাখিল মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা মো: আবদুল খালেক মজুুমদার, লালমাই প্রেস ক্লাব এর সভাপতি ড. শাহজাহান মজুুমদার ও সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক মজুুমদার, ভুলইন দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন, আওয়ামী লীগের নেতা মজিবুর রহমান মজিব ও ফরিদ আহম্মেদ, লোটাস কামাল গ্রুপের কর্মকর্তা হুমায়ূন কবির মজুুমদার, পেরুল দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান ডালিম, ভুলইন দক্ষিণ যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান লিটন ও হারুনুর রশিদ, ছাত্রলীগের নেতা আমান উল্যাহ আমান, মো: মিজানুর রহমান, মিনহাজ মিয়াজী ও জামিরা মোহামেডান স্পোর্টিং ক্লাব এর সভাপতি মো: দুলাল মজুুমদার প্রমূখ।

 

এছাড়া আরো লালমাই উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং চৌদ্দগ্রাম উপজেলার আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অনান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত খেলায় ৮টি দল অংশগ্রহণ করেন। দলগুলো হলো পেরুল শাপলা, শাহাদাত অটো, মা অয়েল মিল, লালমাই ক্লাব, সেন্ট্রাল মেডিকেল, হারুন হোটেল, মিয়াবাজার থাই ও দেলোয়ার ষ্টীল। রেফারি দায়িত্বে ছিলেন মাছুম বিল্লাহ।

টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় হারুন হোটেলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন মিয়াবাজার থাই। মো: তালেব সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

খেলার শেষে পুরস্কার বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১