রাতের আঁধারে জয়নগর জনকল্যান পরিষদের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ।

-জিয়াউর রহমান(বিশেষ প্রতিনিধি)
করোনা ভাইরাসের মহামারীতে দেশের মানুষ আজ দিশেহারা! খেটে খাওয়া, দিনমজুর, নিন্মবিত্ত, নিন্ম মধ্যবিত্ত পরিবার গুলো খুবই অসহায় অবস্থায় দিনাতিপাত করছে।এ অবস্থায় জয়নগর জনকল্যাণ পরিষদের উদ্যোগে জয়নগর, জামালনগর ও আলীশ্বর গ্রামের দুস্থ, অসহায় ও মধ্যবিত্ত( মুসলিম, বৌদ্ধ) ১৩০ পরিবারের মাঝে উপহার হিসেবে চাল, ডাল, তৈল, মুড়ি,বুট,পেয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী প্রদান করা হয়।

গতকাল শুক্রবার রাতে জনকল্যাণ পরিষদের সদস্যরা রাতের আঁধারে উপহার সামগ্রি মানুষের বাড়ি বাড়ি পৌছিয়ে দেয়।

COVID19 নভেল করোনাভাইরাস জনিত সৃষ্ট মহামারীতে জয়নগর জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে জয়নগর ও জামালনগর গ্রামের ১২০টি পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী গরিব ও অসহায় পরিবারের ঘরে ঘরে রাতের আধাঁরে গিয়ে সংগঠনের সদস্যগন পৌঁছে দেন। জয়নগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝেও এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।এইসময় সংগঠনের সভাপতি মু.জিয়া-উর রহমান বলেন,আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যেন হয় মহান আল্লাহর সন্তুষ্টির জন্য,কোন প্রকার লোকদেখানোর জন্য নয়।জয়নগর জনকল্যাণ পরিষদ অতিতের ন্যায় ভবিষ্যৎও দেশ,জাতি ও মনবতার কল্যাণে সাধ্যানুযায়ী কাজ করবে।ইনশাআল্লাহ।

মানুষ যখন প্রচারমুখী তখন জনকল্যানের এমন প্রচার বিমুখ উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।

 

 

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১