লালমাইতে প্রাইভেটকারে অভিনব কায়দায় গরু চুরি তিন চোর আটক!

প্রদিপ মজুমদারঃ-

আজ ২০ মে কুমিল্লার লালমাই উপজেলার চলুন্ডা গ্রাম থেকে অভিনব কায়দায় প্রাইভেটকারে করে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন চোর শানিচোঁ বাজারে জনতার হাতে আটক হয়।

২০ মে (শুক্রবার) দুপুর পৌনে ১২টায় প্রাইভেটকার যোগে ১টি গরু নিয়ে পালানোর সময় লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের শানিচোঁ বাজারে ৩ চোর কে আটক করে গনপিটুনি দিয়েছে জনতা। খবর পেয়ে লালমাই থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আহত চোরদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। এসময় প্রাইভেটকার ও গরুটি পুলিশের হেফাজতে নেওয়া হয়। তাৎক্ষনিকভাবে চোরদের নাম ঠিকানা সঠিকভাবে জানা যায়নি।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী  বলেন, আমিসহ কয়েকজন শুক্রবার (আজ) দুপুরে মাতাইনকোট পশ্চিমপাড়া দোকানের সামনে ছিলাম। হঠাৎ দেখি সাদা রংয়ের একটি প্রাইভেটকারে একটি গরু নিয়ে ৩ জন লোক দ্রুত গতিতে শানিচোঁর দিকে পালাচ্ছে। প্রাইভেটকারের পিছনে মোটরসাইকেলযোগে একজন লোক চোর চোর বলে চিৎকার দিচ্ছে। তখন আমরাও চোরদের পিছু নিলাম। গাড়ী থামাতে বার বার অনুরোধ করলে তারা গাড়ীর গতি আরো বাড়িয়ে দেয়। একপর্যায়ে আমরা শানিচোঁ বাজারের কিছু ব্যবসায়ীর সহযোগিতায় বেরিকেড দিয়ে গাড়ী থামাই। ওই সময় চোররা পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা গনপিটুনি দেয়।

 

 

আটককৃত চোরদের ১জনের নাম সুমন বাড়ী লাকসাম উপজেলার উত্তরদা, অপর দুই জন হলো কোম্পানিগঞ্জে নাম রুবেল, অন্যজনের বাড়ী সুয়াগাজী বলে জানান।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১