লালমাইয়ে অর্থ আত্মসাতের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

 

-প্রদীপ মজুমদার:
কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অর্থ আত্মসাৎ মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মো: রিফাত মজুমদারকে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ।
রবিবার রাতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ভাবকপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিফাত ওই গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমাই থানা পুলিশের এসআই হারুনর রশীদের নেতৃত্বে একটি টিম ভাবকপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি রিফাত মজুমদারকে আটক করেন।
লালমাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হানিফ সরকার বলেন, প্রতারণা ও অর্থ আত্মসাতের একটি মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি রিফাত। সোমবার সকালে তাকে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১