-অনলাইন ডেস্কঃ কুমিল্লা জেলার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়ন এর প্রেমনল বাজারে আজ রাত আনুমানিক ২:৫৫ মিনিটের সময় প্রেমনল বাজারের পূর্বমাথায় অবস্থিত “আনোয়ার ফুচকা ও চটপটি হাউজ এবং পাশ্ববর্তী নুরুর হোটেল (মোবারকের ছেলে) এ দুই দোকানে আগুন জ্বলেপুড়ে ভস্ম হয়ে শুধু দোকানের পিলারগুলো দাঁড়িয়ে আছে।
স্থানীয়দের একান্ত প্রচেষ্টায় তাৎক্ষণিক মসজিদের মাইক দিয়ে ঘোষণা দেওয়ায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।