লালমাইয়ে বাজার নিয়ন্ত্রণে কোর্ট, ৯ ব্যবসায়ীকে জরিমানা

-লালমাই উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) দুপুর ১২:৩০ মিনিটে লালমাই উপজেলার ভুশ্চি বাজার, আটিটি বাজার ও হরিশ্চর বাজারে এ অভিযান চালানো হয়। লালমাই আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মাহাদীর নেতৃত্বে সেনা সদস্যদের একটি দল এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করেন।

অভিযান চলাকালে বেশ কয়েকটি মুদি দোকানে মূল্যতালিকা প্রদর্শনের অনিয়ম এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ ধরনের অপরাধে ৯ জন ব্যবসায়ীকে সর্বমোট ৩৬,০০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে জানানো হয়, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, মূল্যতালিকা প্রদর্শন করা, অবৈধভাবে পণ্য মজুদ না করা এবং ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা মেনে চলতে হবে। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে, যাতে সাধারণ জনগণ ন্যায্যমূল্যে নিরাপদ খাদ্যসামগ্রী কিনতে পারেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০