কুমিল্লা জেলার লালমাই উপজেলার প্রেমনল গ্রামের নোয়াবাড়িতে ফাহমিদা নামক এক শিশু পানিতে ডুবে মৃত্যু বরণ করছে।
“ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন”
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকাল ১১.৩০ মিনিটে প্রেমনল গ্রামের নিহত ফাহমিদার বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে মৃত্যু বরণ করে।
নিহত ফাহমিদা আক্তার(৪) প্রেমনল সমাজ কল্যান সংস্থা’র ত্রান-সাহায্য বিষয়ক সম্পাদক প্রেমনলের বিশিষ্ট আলেমেদ্বীন মরহুম আজমত উল্লাহ’র ছোট ছেলে জনাব মু. মাইনুদ্দিনের মেঝো মেয়ে।