রিয়াজ মোর্শেদ মাসুদ, লালমাইঃ
কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব এর সভাপতিত্বে গত ২৪ আগষ্ট সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় মাসিক আইন শৃঙ্খলার চিত্র তুলে ধরে লালমাই থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব।
সভায় বক্তব্য রাখেন লালমাই উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি, বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও ডা: আনোয়ার উল্যাহ, বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম।
এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, লালমাই উপজেলা কৃষি অফিসার জোনায়েত কবির খান, উপজেলা প্রকৌশলী উজ্জল চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার জাহানারা খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া, ভুলইন দক্ষিণের সাবেক চেয়ারম্যান তৈয়ব আলী, ভুলইন উত্তর ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, পেরুল দক্ষিণ ইউপি চেয়ারম্যান এজিএম সফিকুর রহমান, বাকই উত্তর ইউপি চেয়ারম্যান আউয়ুব আলী, বেলঘর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার, বেলঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মনু প্রমুখ। গত ২৫জুলাই লালমাই থানার সু-যোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব অপহণের ১২৭দিন পর মামলা এফআইআর করে। মামলা নং-১৫, লালমাই থানা।